Saturday , 4 October 2025
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় »  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল সংলাপ শুরু
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল সংলাপ  শুরু

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল সংলাপ শুরু

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল রবিবার সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। অক্টোবরজুড়ে চলবে এই সংলাপ। এই সংলাপে পর্যায়ক্রমে সুশীল সমাজ, রাজনৈতিক দল, নারী প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন।ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৩০ জন সুশীল সমাজের সদস্য ও বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে।

জানা যায়, ইসি অক্টোবরের মাঝামাঝিতে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে নির্বাচনি সংলাপে বসবে।বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫২টি (আওয়ামী লীগসহ)।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top