বগুড়া বারোপুর রাস্তা হইতে নামুজা পর্যন্ত কয়েকটি ভাঙারি দোকান আছে, একদিন বৃষ্টি তে আটকে আমি একটি দোকানে দাঁড়াই, দোকনদারের সাথে দুটি কথা বলতেই দোকনী জখন বুঝতে পারে যে, আমি একজন গনমাধ্যম কর্মী বলল স্যার, আমরা দোকান বন্ধ করব বৃষ্টি একটু কম আপনি যেতে পারবেন, আমি বাধ্য হলাম বৃষ্টির মধ্যেই রওনা দিতে। এই ভাঙারি ব্যবসা প্রশাসনের নজর দারির বাইরে বলে চোরা কারবারী, মাদক, অপকর্ম আর চাদাঁবাজদের আতুর ঘর।
বগুড়া জেলা প্রতিনিধি : বাপ্পি মাহমুদ।
newsfair24.com,NFtvbd.com
