Monday , 13 October 2025
সংবাদ শিরোনাম
You are here: Home » শিক্ষাঙ্গন » অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ , হল ছাড়ার নির্দেশ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ , হল ছাড়ার নির্দেশ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ , হল ছাড়ার নির্দেশ

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে সকল আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (২২ জুন) থেকে কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হোস্টেল ছেড়ে দিতে হবে।

তবে, কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস ও আবাসনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। শিক্ষার্থীদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কলেজ কর্তৃপক্ষ এই আকস্মিক বন্ধের ঘোষণা দিল।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top