শেখ জাহিদ বিন আজিমঃ-
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানির ট্যাংকি ধসে কানিজ ফাতেমা (১২) নামে হাফেজিয়া মাদরাসার এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) ভোর ৫টার দিকে বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বহরপুর নূরে মদিনা হাফেজিয়া মহিলা মাদরাসা ও এতিমখানার অজুখানায় এ দুঘর্টনা ঘটে।
এসময় আহত হয়েছে বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের ডহর পাচুরিয়া গ্রামের জসিমের মেয়ে মিম আক্তার (১৩) নামে আরেক ছাত্রী।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।