বাগমারা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ২০২৫-২৬ অর্থ বছরের নতুন সুবিধাভোগী নির্বাচিত না হওয়ায় রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে পূর্বের ১৪৩ জন সুবিধাভোগী মহিলাদের মাঝেই ভিডব্লিউবি এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯মে ২০২৫) উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদ থেকে ভিডব্লিউবি এর এক মাসের চাল বিতরণ শুরু হয়। ঝিকরা ইউনিয়নে ১৪৩ জন সুবিধাভোগীদের মাঝে এর আগে চার মাসের চাল দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক মাসের চাল বিরণের উদ্বোধন করেন, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
এ সময় তার সাথে ছিলেন, ঝিকরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সচিব মোঃ গোলাম সার্কলায়েন ইউপি সদস্য মোঃ কায়েম ফৌজদার, মোঃ আঃ জব্বার চৌবদার, মোঃ পরেশ উল্ল্যা, মোঃ মকলেছুর রহমান, মোঃ ইয়াহিয়া আল-মামুন, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আঃ রহিম মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ নাছিমা বিবি, মোছাঃশান্তি বিবি, মোছাঃ মোরশেদা বিবি, সহ-গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এ সময় উপস্তিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মিজানুর জানান,২০২২-২৩ অর্থ বছরে ভিড
ব্লিউবি এর আওতায় নির্বাচিত সুবিধাভোগী মহিলাদের ৩০কেজি চালের কার্ডের মেয়াদ ২০২৪-২৫ অর্থ বছরে শেষ হয়।
২০২৫-২৬ অর্থ বছরে নতুন সুবিধাভোগী নির্বাচিত না হওয়ায় সরকার পূর্বের সুবিধাভোগীদের কার্ডের মেয়াদ ৬ মাস বাড়িয়ে দিয়েছেন। সে মোতাবেক তাদের মাঝে ইতিমধ্যে চাল বিতরণ করা হচ্ছে।
