Monday , 13 October 2025
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের
নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের

নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তৃতীয় দফায় আরো ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিগুলো হলো—১৪ অক্টোবর মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে মানববন্ধন এবং ১৫ অক্টোবর বুধবার দেশের সব জেলা শহরে মানববন্ধন।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর ঢাকাসহ সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের নিকট স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এসব কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ প্রমাণ করেছে, জামায়াতের এসব দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের পাঁচ দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা।

গোলাম পরওয়ার বলেন, সরকার এখন পর্যন্ত উল্লিখিত দাবিগুলো মেনে না নেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।

এই কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর মঙ্গলবার রাজধানীতে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

জামায়াতের অন্য দাবিগুলোর মধ্যে আছে—অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

একই কর্মসূচি পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামি ধারার কয়েকটি দল।

২৬ সেপ্টেম্বর জামায়াতের প্রথম দফা কর্মসূচি শেষ হওয়ার পর ৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলন থেকে ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত নতুন কর্মসূচি দেয় দলটি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top