Monday , 13 October 2025
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে: উপদেষ্টা সাখাওয়াত
আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে: উপদেষ্টা সাখাওয়াত

আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে: উপদেষ্টা সাখাওয়াত

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমের জন্য ইসির বিধিমালার বিভিন্ন দিক নিয়ে অংশীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় এই কথা জানান তিনি।

উপদেষ্টা সাখাওয়াত বলেন, সুষ্ঠু নির্বাচন চাইলে কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে। আগামী নির্বাচন সরকার যেমন চাইছে, তেমনিভাবে নির্বাচন কমিশনও চাইছে। তাই ইসির উচিত হবে সাংবাদিকদের সঙ্গে বসা। ভোটকেন্দ্র ও ভোটকক্ষের পার্থক্য সবাইকে বুঝতে হবে।

উপদেষ্টা বলেন, ‘সরকারের বক্তব্য নয়, এটি আমার ব্যক্তিগত মতামত, সাংবাদিকদের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয়টি পুনঃবিবেচনায় নেওয়া দরকার।’

নৌপরিবহন উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অন্তর্বর্তী সরকারও তেমন একটি নির্বাচন আয়োজন করতে চায়।’

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top