গুয়াহাটিতে এই রানে প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারাতে হলে দারুণ বোলিং করতে হবে মারুফা আক্তার-নাহিদা আক্তারদের।
তবে তার আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো পায় না বাংলাদেশ। দলীয় ২৫ রানের মধ্যে ২ উইকেট হারানোয়। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে ফিফটি করা ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের ৪ রানের বিপরীতে ডাক মেরে আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
তবে ব্যক্তিগত ৩০ রানে শারমিন আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। এক প্রান্ত অবশ্য আগলে রেখে রান বাড়ানোর চেষ্টা করে যান ফিফটি হাঁকানো মোস্তারি।
আর শেষ দিকে যদি অপরাজিত ৪৩ রানের ঝোড়ো ইনিংস না খেলতেন রাবেয়া তাহলে এই সংগ্রহটাও পেত না বাংলাদেশ। ১৫৯.২৫ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৬ চার ও ১ ছক্কায়। পুরো ইনিংসে একটিমাত্র ছক্কার দেখা পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সোফি একলেস্টোন।