Monday , 13 October 2025
সংবাদ শিরোনাম
You are here: Home » অর্থনীতি » প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে
প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে

প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেলে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা শুরু করেন তিনি। যেখানে বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার ওপর বিদ্যমান শুল্ক ও করহারে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়, যার ফলে কিছু পণ্যের দাম বাড়তে পারে।

অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য অনুযায়ী, যেসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: সিগারেট, অনলাইন কেনাকাটা, রড, সাবান-শ্যাম্পু, দেশে তৈরি মোবাইল ফোন, গৃহস্থালি প্লাস্টিক সামগ্রী, এলপিজি, দেশে তৈরি এলপিজি সিলিন্ডার, ফ্ল্যাট, বলপয়েন্ট কলম, হেলিকপ্টার সার্ভিস, দেশে তৈরি ওয়াশিং মেশিন, দেশে তৈরি মাইক্রো ওভেন, দেশে তৈরি ইলেকট্রিক ওভেন, দেশে তৈরি ব্লেন্ডার-জুসার-মিক্সার-গ্রাইন্ডার, দেশে তৈরি ইলেকট্রিক কেটলি-ইস্ত্রি, দেশে তৈরি রাইস কুকার-প্রেসার কুকার, ব্লেড, দেশে তৈরি লিফট, দেশে তৈরি ফোর স্ট্রোক থ্রি-হুইলার যান, ওটিটি কনটেন্ট, বাণিজ্যিক ভবন (কমার্শিয়াল স্পেস), সেলফ-কপি পেপার-ডুপ্লেক্স বোর্ড-কোটেড পেপার, সুতা, ম্যানমেড ফাইবার, স্ক্রু-নাট-বোল্ট, সার্জিক্যাল কিটস, শিপ স্ক্র্যাপস গুডস, সিমেন্ট শিট, ক্রেডিট রেটিং সার্ভিস, থ্রি-হুইলার ব্যাটারি, সেটআপ বক্স ইত্যাদি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top