Monday , 13 October 2025
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » ঐকমত্য কমিশন আ. লীগের ২ জোটসঙ্গী জাসদ ও জাকের পার্টিকে আমন্ত্রণ জানাল
ঐকমত্য কমিশন আ. লীগের ২  জোটসঙ্গী জাসদ ও জাকের পার্টিকে আমন্ত্রণ জানাল

ঐকমত্য কমিশন আ. লীগের ২ জোটসঙ্গী জাসদ ও জাকের পার্টিকে আমন্ত্রণ জানাল

মোঃ কবির হোসেন: পতিত আওয়ামী লীগের জোটসঙ্গী জাসদ ও জাকের পার্টিকে ঐকমত্য কমিশনে আমন্ত্রণ জানানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদ নেতা আবু হানিফ।

বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবু হানিফ বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দুই শরিক বাংলাদেশ জাসদ ও জাকের পার্টিকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এরা আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করার জন্য সরাসরি কাজ করেছে। তাদেরকে ঐকমত্য কমিশন আমন্ত্রণ জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে স্পষ্টত বেঈমানি করেছে।

তিনি বলেন, এভাবে ঐকমত্য কমিশন আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসন করছে কি না, সেটা আমাদের প্রশ্ন। ঐকমত্য কমিশনের এমন কাজের নিন্দা ও প্রতিবাদ জানাই। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ ও তার দোসররা দেশে যে গণহত্যা চালিয়েছে বিচারের আগে তাদেরকে কোনোভাবেই রাজনীতিতে সুযোগ দেওয়ার উপায় নেই।

তিনি আরো বলেন, আজ আওয়ামী লীগের দোসরাদের আমন্ত্রণ জানানোর ঘটনায় ঐকমত্য কমিশনকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে তাদেরকে আর আমন্ত্রণ জানাবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top