Monday , 13 October 2025
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » চার সচিবকে ইসির নির্দেশ , সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র সংস্কারে
চার সচিবকে ইসির নির্দেশ , সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র সংস্কারে

চার সচিবকে ইসির নির্দেশ , সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র সংস্কারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র সংস্কার করতে চার সচিবকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৬ জুন) ইসির উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা পাঠানো হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশনাটি পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ভোটকেন্দ্রের মধ্যে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বাউন্ডারি (সীমানা) প্রাচীর নেই এবং কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই, কিংবা ছোটখাটো মেরামত/সংস্কারের প্রয়োজন আছে, সেসব প্রতিষ্ঠান সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে আগেও চিঠি পাঠানো হয়েছে।

এই প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য স্থাপনাগুলোর সংস্কার কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত তথ্যাদি বিশেষভাবে প্রয়োজন। এ তথ্য ১৭ জুলাইয়ের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকারের তরফ থেকে নির্বাচনী প্রস্তুতির আলোচনা শুরু হওয়ায়, নির্বাচন কমিশন (ইসি) তার কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের তাগাদা দিয়েছে।

গত সংসদ নির্বাচনে ৪৪ হাজারের বেশি ভোটকেন্দ্র ছিল। এবার সেই সংখ্যা আরো বাড়তে পারে। আর ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোই সাধারণত ব্যবহার করে ইসি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top