মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংলগ্ন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। শনিবার সুপ্রিম কোর্ট থেকে সেনাসদরে পাঠানো এক চিঠিতে পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্য মোতায়েনের অনুরোধ করা হয়েছে।
এর আগেও এই মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে একই ধরনের চিঠি পাঠানো হয়েছিল এবং সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছিল।
উল্লেখ্য, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন অভিযুক্তের বিরুদ্ধে করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা করা হবে। এই রায় ঘিরে জনমনে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
Welcome To B News Just another WordPress site
