Tuesday , 18 November 2025
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » একযোগে অভিযান চালাবে সব সংস্থা বায়ুদূষণ রোধে : রিজওয়ানা হাসান
একযোগে অভিযান চালাবে সব সংস্থা বায়ুদূষণ রোধে  : রিজওয়ানা হাসান

একযোগে অভিযান চালাবে সব সংস্থা বায়ুদূষণ রোধে : রিজওয়ানা হাসান

টি.এ.কে আজাদ:   রাজধানীসহ সারা দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে মাঠে নামার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রবিবার রাজধানীর পানি ভবনে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত জরুরি মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ঢাকার বায়ুদূষণ রোধে অভিযানে অংশ নেবে পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) সংশ্লিষ্ট সব সংস্থা।’

পরিবেশ উপদেষ্টা জানান, ঢাকার বায়ুদূষণ রোধে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষিত সাভার এলাকায় কোনো অবৈধ ইটভাটা চালু থাকতে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘ভবন নির্মাণ বা মেরামতকাজ ঢেকে রেখে করতে হবে। না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন উদ্যানে ঝরাপাতা ও বর্জ্য পোড়ানো বন্ধ করতে হবে।

সভায় জানানো হয়, দূষণ কমাতে নগরের রাস্তার মাঝখানের বিভাজনে বৃক্ষ ও লতাগুল্ম রোপণ করা হবে। পাশাপাশি সিটি করপোরেশন নিয়মিত পানি ছিটানোর মাধ্যমে রাস্তার ধুলা নিয়ন্ত্রণে রাখবে। এ ছাড়া, বায়ুদূষণ রোধে ব্যাপক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top