টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা।
সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা আগে ব্যাটিং করব। আমরা ভালো ক্রিকেট খেলছি। আজকের ম্যাচ নিয়েও রোমাঞ্চিত। উইকেট স্লো মনে হচ্ছে।
তাই আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে রান জমাতে চাই।’
এর আগে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে।
ওমানকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। অন্যদিকে টুর্নামেন্টের টি-টোয়েন্টি ইতিহাসে রেকর্ড ৯৩ বল হাতে রেখে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে ভারত।
ভারতের একাদশ: শুবমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও জাসপ্রীত বুমরাহ।
Welcome To B News Just another WordPress site
