প্রকাশিত ফল ওয়েবসাইটে লগইন করে দেখতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
ভর্তি কমিটির সদস্যরা জানান, দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। প্রথম ধাপে গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। এতে আবেদন করেছে প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার শিক্ষার্থী। আজ তাদের ফল প্রকাশ করা হলো।
গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাস করে। পরে ফল পুনর্নিরীক্ষণে আরো চার হাজার ৭৯২ জন পরীক্ষার্থী পাস করে। সব মিলিয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ আট হাজার ২১৮।
Welcome To B News Just another WordPress site
