মোঃ কবির হোসেন: ঢাকা ওয়াসার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ প্রকল্পের ব্যয় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮২৬ কোটি ৫৫ লাখ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রকল্পের মোট ব্যয় এখন ১০ হাজার ৯৭৩ কোটি ৫৪ লাখ টাকা। রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রস্তাব অনুমোদিত হয়। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ একনেক সভা শেষে ব্রিফিংয়ে বলেন, “ঢাকার ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে। তাই ভূ-উপরিস্থ পানি পরিশোধন করে ব্যবহার করতে হবে। মেঘনা নদী থেকে পানি পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে সরবরাহের এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বারবার সংশোধন ও সময় বৃদ্ধির কারণে প্রশ্ন উঠেছে। আমরা আইএমইডি’র মাধ্যমে এর অনিয়ম ও বিলম্বের কারণ খতিয়ে দেখব।”
তিনি আরও বলেন, “চলমান প্রকল্প বন্ধ করার প্রশ্ন নেই। তবে ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে এর মূল্যায়ন করা হবে।”
একনেক সভায় আরও নয়টি প্রকল্প অনুমোদিত হয়, যার মধ্যে পাঁচটি নতুন, একটি সংশোধিত এবং তিনটির ব্যয় অপরিবর্তিত রেখে মেয়াদ বাড়ানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হল:
-
কৃষি মন্ত্রণালয়ের ১৪২ কোটি ৯৯ লাখ টাকার ‘রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প।
-
বিদ্যুৎ মন্ত্রণালয়ের ১ হাজার ৮১৭ কোটি ৯৯ লাখ টাকার ‘শিল্পসমৃদ্ধ এলাকার উপকেন্দ্র আধুনিকায়ন’ প্রকল্প।
-
শিক্ষা মন্ত্রণালয়ের ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন’ প্রকল্প।
-
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৮১৬ কোটি ১৯ লাখ টাকার ‘বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন’ প্রকল্প।
-
গৃহায়ন মন্ত্রণালয়ের ৭৭৪ কোটি ৫৯ লাখ টাকার ‘আজিমপুর সরকারি কলোনিতে ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প।
-
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬৫ কোটি ১১ লাখ টাকার ‘ফায়ার সার্ভিসের জন্য আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্প।
-
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ৬১ কোটি ৯০ লাখ টাকার ‘মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন’ প্রকল্প।
Welcome To B News Just another WordPress site
