শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়ে আগেই টেস্ট ও ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজেও হারের শঙ্কায় সফরকারীরা। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই লিটন দাসের দলের।কেননা তিন ম্যচের প্রথমটিতে ৭ উইকেটের হার দেখেছে বাংলাদেশ।
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যেই আজ ডাম্বুলায় টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
দলে আজ তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে বাদ দিয়েছে। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জাকের আলি অনিক, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে।
বাংলাদেশের একাদশতানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, অভিস্কা ফার্নান্দো, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, জেফ্রি ভানডারসে, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুশারা।